জেনে নিন কিভাবে আমাদের পে করবেন-
01. Go to your bKash Mobile Menu by dialing *247#
02. Choose “Send Money”
03. Enter the bKash Wallet Number 01815795008
04. Enter the amount you want to send
05. Enter a reference : Bill
06. Now enter your bKash Mobile Menu PIN to confirm the transaction
Done!
আপনার গ্রামীণফোন মোবাইল থেকে আপনি এভাবে বিল দিতে পারেন:
সার্ভিসটি পেতে প্রথমেই একটা সহজ এসএমএস-এর মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য reg লিখে একটি স্পেস দিয়ে নিচে উল্লেখিত আপনার কাঙ্খিত কোম্পানির কোড লিখে আরেকটি স্পেস দিয়ে বিল একাউন্ট নম্বর লিখতে হবে। এরপর এই এসএমএসটি ১২০০ নম্বরে পাঠিয়ে দিন । উদাহরণ:
ইউটিলিটি কোম্পানি | এসএমএস-এ যা লিখবেন | লক্ষণীয় |
---|---|---|
পিডিবি | Reg BPDB 12345678* | এখানে ১২৩৪৫৬৭৮ একটি নমুনা একাউন্ট নম্বর |
ডিপিডিসি (সাবেক ডেসা) | Reg DPDC 12345678* | অনুরূপ |
ডেসকো | Reg DSCO 12345678* | অনুরূপ |
তিতাস গ্যাস | Reg TTAS 12345678* | অনুরূপ |
চট্টগ্রাম ওয়াসা | Reg CWSA 12345678* | অনুরূপ |
বাখরাবাদ গ্যাস | Reg BGSL 12345678* | ১২ ডিজিটের BGSL একাউন্ট নম্বরটি পেতে রিটেইলারের সাহায্য নিন অথবা আপনার গ্রামীণফোন মোবাইল থেকে ১২০০ ডায়াল করুন অথবা যেকোন নম্বর থেকে ০১৭১৩২৩৪৫৬৭ নম্বরে কল করুন |
কর্ণফুলী গ্যাস | Reg KGDCL 12345678* | ১২ ডিজিটের KGDCL একাউন্ট নম্বরটি পেতে রিটেইলারের সাহায্য নিন অথবা আপনার গ্রামীণফোন মোবাইল থেকে ১২০০ ডায়াল করুন অথবা যেকোন নম্বর থেকে ০১৭১৩২৩৪৫৬৭ নম্বরে কল করুন |
জালালাবাদ গ্যাস | Reg JGSL 12345678* | ৯ ডিজিটের JGSL একাউন্ট নম্বরটি পেতে রিটেইলারের সাহায্য নিন অথবা আপনার গ্রামীণফোন মোবাইল থেকে ১২০০ ডায়াল করুন অথবা যেকোন নম্বর থেকে ০১৭১৩২৩৪৫৬৭ নম্বরে কল করুন |
উপরের নমুনা নম্বরের (১২৩৪৫৬৭৮)স্থানে আপনি আপনার কাক্সিক্ষত ইউটিলিটি কোম্পানির নম্বর টাইপ করুন। রেজিস্ট্রেশন শেষ হওয়ামাত্র সিস্টেম থেকে পাঠানো PIN নম্বরটি পরিবর্তন করে নিন। এবার আপনি গ্রামীণফোন অনুমোদিত যেকোন বিলপে দোকান ও বিলপেবিডি থেকে বিল দেয়া শুরু করতে পারবেন।
এছাড়া আপনি বিলপে চিহ্নিত যোকন দোকানে গিয়েও অনুমোদিত রিটেইলারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এছাড়া আপনি বিলপে চিহ্নিত যোকন দোকানে গিয়েও অনুমোদিত রিটেইলারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
বিলপে ও বিলপেবিডি এর সার্ভিসের চার্জ:
বিদ্যুৎ ও চট্টগ্রাম ওয়াসা বিলের এর সার্ভিসের চার্জ:
বিলের পরিমাণ | সার্ভিস চার্জ | বিলের পরিমাণ | সার্ভিস চার্জ |
---|---|---|---|
৪০০ টাকা পর্যন্ত | ৭ টাকা | ১৫০১টাকা-৫০০০টাকা | ১৭ টাকা |
৪০১টাকা-১৫০০টাকা | ১২ টাকা | ৫০০১ টাকা+ তার উপর | ২৭ টাকা |
যেকোন পরিমাণ বিলের এর সার্ভিসের চার্জ : ২০ টাকা
billpaybd to ইউটিলিটি বিল
গ্রামীণফোন-এর অনন্য সার্ভিস বিলপে আপনাকে দিচ্ছে সম্পূর্ণ ঝামেলা মুক্ত ও নিরাপদে ইউটিলিটি বিল দেয়ার দারুণ সুবিধা! এই সুবিধা এখন আপনি আপনার কাছের যেকোন নেট যুক্ত কম্পিউটার দিয়ে জিপি বিলপে অনুমোদিত এই সাইট থেকে ঘরে বসে খুব সহজে যেকোন সময় যেকোন জায়গা থেকে ইউটিলিটি বিল দিতে পারবেন।
বিলপেবিডির.. মাধ্যমে আপনি নিচের বিলগুলো খুব সহজেই
পরিশোধ করতে পারবেন:
ইউটিলিটি কোম্পানি | এলাকা |
---|---|
পিডিবি | চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, বগুড়া |
ডিপিডিসি (সাবেক ডেসা) | ঢাকা |
ডেসকো | ঢাকা |
তিতাস গ্যাস | বৃহত্তর ঢাকা (যেসব এলাকায় তিতাস গ্যাস পাওয়া যায়) |
জালালাবাদ গ্যাস | বৃহত্তর সিলেট |
বাখরাবাদ গ্যাস | চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী |
কর্ণফুলী গ্যাস | চট্টগ্রাম |
চট্টগ্রাম ওয়াসা | চট্টগ্রাম মেট্রো এলাকা |
Subscribe to:
Posts (Atom)